Wednesday, 22 May 2019

Nios TEACHER CERTIFICATE, Completion Certificate,Achievement CERTIFICATE


सबसे पहले आप सभी को बताना जरूरी है, यह जो दो CERTIFICATE आप सभी को दिया जायेगा यह सिर्फ हमारी तरफ से आप को FACILITATE ( संबर्धित) किया जा रहा है । तो जिन शिक्षकों को यह लेना है उन सभी से REQUEST है आप सभी को यह CERTIFICATE भेजने मे पैसे की जरूरत होगा । तो जिन शिक्षकों को यह लेना है आप 100-200 रुपये देने की कोशिश करे ताकि हम आपको यह पहुंचा सके Account Number नीचे दिए गए हैं .और यह सारी Details भरे Comment Box मे।

ADDRESS-
NIOS ENROLMENT NUMBER-
NIOS REFERENCE NUMBER
VILL OF TEACHER-
P.O OF TEACHER-
PIN CODE
TEACHER NAME-
TEACHER Father's Name-
TEACHER SCHOOL (Optional)-
TEACHER Phone Number-
District-
STATE-

Sunday, 19 May 2019

ASSAM TET 2019,Very Important Information. All DELED CANDIDATE NEWS



প্রশ্ন-১) 'আসাম টেট' কি সত্যি হবে না টেট হওয়ার খবরটি  ফেইক?

উত্তর : আসাম সরকার ২০১২ তে টেট বিষয়ক একটি বিশেষ কমিটি তৈরি করেছিল, সেই কমিটিতে সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা আছেন। এই কমিটি এবছরের গত ২০ মার্চ একটি বিশেষ সভার মাধ্যমে একথা লিখিত ঘোষণা করে যে আগামী ২২ বা ২৯ সেপ্টেম্বর আসামে টেট অনুষ্ঠিত হবে। তাই 'আসাম টেট' হওয়ার খবরটি ভুয়া বা রটানো কোনো গুজব নয়, এটা সম্পূর্ণ সরকার প্রদত্ত একটি কমিটির অফিসিয়াল সিদ্ধান্ত।।

FOR DAILY UPDATE OF ASSAM TET 2019 AND STUDY MATERIALS SUBSCRIBE OUR Official YouTube channel  #AMAR BARAK #

প্রশ্ন-২) তবে ২২ বা ২৯ সেপ্টেম্বর কি নিশ্চিত আসাম টেট হচ্ছে?

উত্তর : না, নিশ্চিত বলা যাবে না। কারণ এই তারিখটিকে 'টেনটিটিভ' বলা হয়েছে, মানে প্রয়োজন সাপেক্ষে এই তারিখ বদল হতে পারে।।

প্রশ্ন-৩) এই টেট কি শুধু ২০১২ তে টেট পাশ করা ঠিকাভিতিক শিক্ষক  যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য না সবার জন্য?

উত্তর : ২০১২ এর টেট পাশ করা ঠিকাভিত্তিক শিক্ষক যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ ২০২০ এর মার্চ অবধি  বাড়ানোর জন্য আসাম সরকারের এই টেট কমিটি NCTE এর কাছে আবেদন জানাবে। তবে যে 'আসাম টেট' নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা সাধারণত সবার জন্য। মানে এই পরীক্ষায় যোগ্যতাসম্পন্ন সবাই বসতে পারবে।।

প্রশ্ন-৪) ঠিকাভিত্তিক অধিকাংশ শিক্ষকদের পদ স্থায়ী হয়নি, তাই সরকার কি নতুন টেট নিতে পারবে?

উত্তর : দেখুন, চাকরি পাওয়া বা আর টেট পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন বিষয়। RTE Act-2009 অনুযায়ী সরকার প্রতিবছর রাজ্যে টেট পরীক্ষা নিতে পারে তবে তা বাধ্যতামূলক নয়। আসামে 'সাধারণ টেট' মাত্র একবার ২০১২ ইংরাজিতে হয়েছিল, তারপর ২০১৪ তে মিডিয়াম টেট বা শিক্ষামিত্রের জন্য টেট ইত্যাদি সাধারণ টেট ছিলনা, এগুলো 'স্পেসিফিক টেট' ছিল। তাই 'সাধারণ টেট' হওয়ার প্রায় সাত বছর হয়ে গেছে, এমতাবস্থায় নতুন মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য সরকারের এখন টেট অনুষ্ঠিত করানোটা একরকম বাধ্যতামূলক।।

প্রশ্ন-৫) ঠিকাভিত্তিক শিক্ষকরা শুনলাম হাইকোর্টে কেইস করবে, এতে কি টেট পরীক্ষায় বাধা আসবে?

উত্তর : দেখুন, যদি কেইস হয় তবে কি হবে তা বলা এখন মুশকিল। কিন্তু যে গ্রাউন্ডে কেইস হওয়ার কথা শুনা যাচ্ছে এর কোনো যৌক্তিক অবস্থান নেই, তাই কেইস হলেও টেট অনুষ্ঠিত হতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।।

প্রশ্ন-৬) আসাম টেটে বসতে হলে কী কী যোগ্যতা থাকা বাধ্যতামূলক?

উত্তর :  LP-TET এর জন্য প্রথমত আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে, দ্বিতীয়ত আপনার দুবছরের D.El.Ed. কোর্স থাকতে হবে। আর ME-TET এর জন্য আপনার গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে আর D.El.Ed বা B.Ed. থাকতে হবে। উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনে ওবিসি ও এসসি প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বর ছাড় আছে।।

প্রশ্ন-৭) আমার উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নেই তবে গ্র্যাজুয়েশন আছে, আমি কি নিম্ন প্রাথমিকে টেট দেওয়ার জন্য যোগ্য হবো?

উত্তর : ২০১২ বা ২০১৪ তে এমন প্রার্থীরা নিম্ন প্রাথমিকের জন্য যোগ্য ছিলেন, মানে গ্রাজুয়েশন থাকলে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বার না থাকলেও চলত। কিন্তু মধ্যে দু একটি নিয়োগের এডবার্টাইজে এই নিয়মকে মানা হয়নি। তাই বিষয়টি এখনো অস্পষ্ট, যখন টেটের বিজ্ঞাপন বের হবে একমাত্র তখন ব্যাপারটা সম্পূর্ণ স্পষ্ট হবে।।

প্রশ্ন-৮) আমার D.El.Ed নেই, তবে আমি কি টেট দিতে পারব?

উত্তর : আপনি টেট দেওয়ার জন্য যোগ্য নন, ২০১৫ ইংরাজির মার্চ মাসের আগে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নিয়ে পাশ করা যে কেউ টেটে বসতে পেরেছে কিন্তু এখন টেটে বসতে হলে D.El.Ed বাধ্যতামূলক হওয়ার কথা। তবু একটু অপেক্ষা করলে গাইডলাইন পেতে পারি।।

প্রশ্ন-৯) এখন D.El.Ed- এ ভর্তি হয়ে টেট দেওয়া সম্ভব হবে কি? বা আমি কি শখে টেট দিতে পারব?

উত্তর : বর্তমানে D.El.Ed-এ ভর্তির একটি প্রক্রিয়া চলছে, তবে এখন ভর্তি হয়ে টেটে বসতে পারবেন কি পারবেন না -- তা নির্ভর করবে আসাম টেটের বিজ্ঞাপনের উপর। CTET এ যেভাবে D.El.Ed Appeared  হলেও টেটে বসা যায় ঠিক যদি সেভাবে Assam TET এ  D.El.Ed Appeared দের পরীক্ষায় বসার সুযোগ দেয় তবে তা ভাগ্যের ব্যাপার। যদি আপনি টেটের জন্য একান্ত মনোযোগী হন তবে ভাল হবে D.El.Ed এ ভর্তি হয়ে যাওয়া। কারণ বিজ্ঞাপনে সুযোগ এসে গেলে পরে আফসোস করতে হবে না আর সুযোগ না আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকলেন। আর সখের বেলায়, যেহেতু অনলাইনে এপ্লাই, অবশ্য আপনার এপ্লাই এর সময় তেমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি তেমন যোগ্য না হলেও এপ্লাই করতে পারেন এতে সরকার পক্ষ একটা ফিজ পাবে। তাই সখে পরীক্ষা দিতে পারবেন। তবে আমাদের নিয়মানুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত।।

প্রশ্ন-১০) এই টেটের সিলেবাস কী হবে?

উত্তর : সাধারণত রাজ্য স্তরের টেটের সিলেবাস কেন্দ্রীয় টেটের সিলেবাস থেকে আংশিক সহজ থাকে। CDP, English, Bengali, Maths & EVS এই পাঁচটি বিষয় থাকবে। প্র‍তি বিষয়ে ৩০ মার্ক করে মোট ১৫০ মার্ক থাকবে। নতুন করে সিলেবাস তৈরি হলেও এতে আংশিক পরিবর্তন থাকতে পারে, আর কোনো পরিবর্তন না থাকতেও পারে।।

প্রশ্ন-১১) এই টেটে কি কোনো নিগেটিভ মার্কিং আছে? বা কত মার্ক পেলে উত্তীর্ণ হওয়া যায়?

উত্তর : না, টেটে কোনো নিগেটিভ মার্কিং নেই। আর ৬০ শতাংশ মার্ক মানে ১৫০ এ ৯০ পেলে আপনি উত্তীর্ণ হিসাবে বিবেচিত।।

প্রশ্ন-১২) আমি যে কোনো মতে টেটে পাশ করতে চাই? আমার করণীয় কি?

উত্তর : প্রথম কথা হল আপনার আত্মবিশ্বাস, আপনি নিশ্চিত পাশ করবেন, এই দৃঢ় বিশ্বাস আপনার মধ্যে জাগাতে হবে আর অধ্যাবসায়ের সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। সিলেবাসের উপর বিভিন্ন ধরনের বই ঘাটাতে হবে। রুটিনমাফিক পড়ুন। আপনি ১০০ শতাংশ নিশ্চিত সফল হবেন।।

প্রশ্ন-১৩) টেট পাশ করার জন্য কি কোচিং সেন্টারে কোচিং করতে হবে?

উত্তরঃ প্রথম কথা হচ্ছে আপনি স্রোতের তালে তালে যদি টেট দেন, মানে সবাই দিচ্ছে তাই আমিও দিচ্ছি। এমন মনোভাব থাকলে কোনো কোচিং এর মাধ্যমেও আপনি সফল হতে পারবেন না। আর অবশ্যই ভাল কোচিং সেন্টারের সংস্পর্শে থাকলে আপনি আপ টু ডেট থাকতে পারবেন, আর বিশেষ করে কোচিং সেন্টারের মাধ্যমে আপনার মধ্যে একটি প্রেসার থাকবে, আপনার মধ্যে পড়ার এক নিয়মানুবর্তিতা জাগ্রত হবে। এতে আপনার সফলতার নিশ্চয়তা একটু বেশি থাকবে।।

প্রশ্ন-১৪) কোচিং ছাড়া টেট পাশ করা কি সম্ভব নয়?

উত্তর : ১০০ শতাংশ সম্ভব, আপনি যদি নিজের দায়িত্ব নিজে বুঝে থাকেন আর আপনার বুদ্ধিমত্তার তীব্রতা যদি একটু বেশি থাকে, অঙ্ক বা ইংরাজিতে যদি আপনার একটু হাত ভাল থাকে এবং বিশেষ করে আপনি যদি B.Ed বা ভাল করে D.El.Ed কোর্স পড়ে থাকেন তবে অবশ্যই একাগ্রচিত্তে প্রচেষ্টা করে গেলে আপনি বিনা কোচিং এ সফল হবেন। তবে নিজের উপর এই দৃঢ়বিশ্বাস না থাকলে কোন ঝুঁকি না নিয়ে উন্নত মানের কোনো এক কোচিং সেন্টারের সংস্পর্শে থাকা উচিত।।

প্রশ্ন-১৫) চতুর্দিকে কোচিং সেন্টার গজিয়ে উঠছে বা উঠবে, উন্নত কোচিং সেন্টারের মান কীভাবে যাচাই করব?

উত্তর : গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক টেট প্রত্যাশী প্রার্থী কোচিং করতে চান তবে কোথায় ভর্তি হবেন কনফিউজড হয়ে যান।  কোচিং সেন্টার যাচাইয়ের ক্ষেত্রে তিনটি বিষয় খেয়াল রাখা দরকার; প্রথমত, শুধুমাত্র বিজ্ঞাপনে বড় বড় ডিগ্রীধারী ব্যক্তিবিশেষের নাম দেখে কোনো কোচিং সেন্টারের সংস্পর্শে যাওয়া উচিত নয়, কারণ অনেক ক্ষেত্রে এই ডিগ্রীধারীদের শুধু নাম মানুষকে বোকা বানানোর জন্য ব্যবহার করা হয় বা কখনো এমন ডিগ্রিধারী শিক্ষকরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য সম্পূর্ণ আনফিট থাকেন, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর বিষয়বস্তুর উপস্থাপন কলেজ বিশ্ববিদ্যালয়ের লেকচার মেথডের মতো শুধু কনসেপ্ট দিলে হয়না। এতে যথেষ্ট টেকনিক ও পরিশ্রমের সঙ্গে উপযুক্ত স্টাডি মেটেরিয়েলস প্রদান করতে হয়। দ্বিতীয়ত, কে বা কারা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত তা খেয়াল রাখবেন, যারা জড়িত তারা কি শিক্ষাবিষয়ক এই ফিল্ডে সক্রিয়, কেন্দ্রীয় টেট বা আসাম টেটের কোচিং ব্যবস্থার সঙ্গে তারা কি জড়িত, যদি সক্রিয় ও জড়িত থাকেন তখন বিবেচনা করবেন। তৃতীয়ত, শুধু একজন প্রশিক্ষক কোচিং করান না আলাদা বিভাগের দু তিনজন প্রশিক্ষক থাকবেন, একজনের পক্ষে যদিও অনেক সময় সব বিষয় পড়ানো সম্ভব হয়, তবে তা অনেক প্রশিক্ষার্থীদের ক্ষেত্রে একগেয়ামী ভাব এসে যায় বা একজন প্রশিক্ষক সব বিষয়ে সমান প্রভাব ফেলতে সক্ষম হন না। এসমস্ত বিষয় বিবেচনা করে উদ্যমী ও এনার্জেটিক প্রশিক্ষকের সন্ধান করে আপনি সিদ্ধান্ত নিলে আশা করা যায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।।


Tuesday, 14 May 2019

HSLC /HS RESULT Checking important link.must watch these links

15মে' তাৰিখ অৰ্থাৎ আগামীকাল সকাল  ৯ টায় অসম হাইস্কুল এবং হাই মাদ্ৰাছা শিক্ষান্ত পৰীক্ষা ২০১৯ এর ফলাফল  ঘোষণা করা হবে ।

নীচে  উল্লেখ করা ওয়েবসাইট কয়েকটির দ্বারা  নিজের ফলাফল  দেখতে পারবেন পরীক্ষার্থীরা

🔎 results.sebaonline.org ,
🔎 resultassam.nic.in ,
🔎 www.examresults.net ,
🔎 www.examresults.net/assam/ ,
🔎 www.indiaresults.com ,
🔎 exametc.com ,
 🔎 iresults.net ,
🔎 yesresults.com ,
🔎 www.results.shiksha ,
🔎 results.sebaonline.org , 
🔎 resultassam.nic.in ,
 🔎 www.examresults.net ,
 🔎 www.examresults.net/assam/ ,
 🔎 www.indiaresults.com , 
🔎 exametc.com , 
 🔎 iresults.net , 
🔎 yesresults.com , 
🔎 www.results.shiksha ,
 🔎 www.assam.shiksha , 
🔎 www.assamonline.in , 
🔎 assamjobalerts.com 
, 🔎 assamresults.in , 
📱 MobileApp-SEBA

#AssamBoardExam #SEBA #Results #HSLC2019 #AHM2019 #Share

Sunday, 5 May 2019

Assam TET 2019 SYLLABUS for L.P level ( class 1-5)

Assam TET 2019 is going to be held in the month of September of 22nd or 29th day .so all teachers need to be prepare for this TET. The SYLLABUS OF ASSAM TET PAPER 1 is given here.visit our channel Amar Barak For more info.
Link of SYLLABUS OF ASSAM TET https://drive.google.com/file/d/1x3VpvkijWwuo7Miy3RZh1O8NvmNaJ1GA/view?usp=drivesdk

Thursday, 2 May 2019

Assam TET 2019 নিয়ে ১৬ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান

Assam TET নিয়ে ১৬ টি গুরুত্বপূর্ণ জটিল প্রশ্ন ও তার পূর্ণাঙ্গ সমাধান

প্রশ্ন-১) 'আসাম টেট' কি সত্যি হবে না টেট হওয়ার খবরটি  ফেইক?
Assam TET Guide-2019
উত্তর : আসাম সরকার ২০১২ তে টেট বিষয়ক একটি বিশেষ কমিটি তৈরি করেছিল, সেই কমিটিতে সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা আছেন। এই কমিটি এবছরের গত ২০ মার্চ একটি বিশেষ সভার মাধ্যমে একথা লিখিত ঘোষণা করে যে আগামী ২২ বা ২৯ সেপ্টেম্বর আসামে টেট অনুষ্ঠিত হবে। তাই 'আসাম টেট' হওয়ার খবরটি ভুয়া বা রটানো কোন গজব নয়, ইহা সম্পূর্ণ সরকার প্রদত্ত একটি কমিটির অফিসিয়াল সিদ্ধান্ত।
Assam TET Guide-2019
প্রশ্ন-২) তবে ২২ বা ২৯ সেপ্টেম্বর কি নিশ্চিত আসাম টেট হচ্ছে?
Assam TET Guide-2019
উত্তর : না, নিশ্চিত বলা যাবে না। কারণ এই তারিখটিকে 'টেনটিটিভ' বলা হয়েছে, মানে প্রয়োজন সাপেক্ষে এই তারিখ বদল হতে পারে।
Assam TET Guide-2019
প্রশ্ন-৩) এই টেট কি শুধু ২০১২ তে টেট পাশ করা ঠিকাভিতিক শিক্ষক  যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য না সবার জন্য?
Assam TET Guide-2019
উত্তর : ২০১২ এর টেট পাশ করা ঠিকাভিত্তিক শিক্ষক যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ ২০২০ এর মার্চ অবধি  বাড়ানোর জন্য আসাম সরকারের এই টেট কমিটি NCTE এর কাছে আবেদন জানাবে। তবে যে 'আসাম টেট' নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা সাধারণত সবার জন্য। মানে এই পরীক্ষায় যোগ্যতাসম্পন্ন সবাই বসতে পারবে।
Assam TET Guide-2019
প্রশ্ন-৪) ঠিকাভিত্তিক অধিকাংশ শিক্ষকদের পদ স্থায়ী হয়নি, তাই সরকার কি নতুন টেট নিতে পারবে?
Assam TET Guide-2019
উত্তর : দেখুন, চাকরি পাওয়া বা আর টেট পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন বিষয়। RTE Act-2009 অনুযায়ী সরকার প্রতিবছর রাজ্যে টেট পরীক্ষা নিতে পারে তবে তা বাধ্যতামূলক নয়। আসামে 'সাধারণ টেট' মাত্র একবার ২০১২ ইংরাজিতে হয়েছিল, তারপর ২০১৪ তে মিডিয়াম টেট বা শিক্ষামিত্রের জন্য টেট ইত্যাদি সাধারণ টেট ছিলনা, এগুলো 'স্পেসিফিক টেট' ছিল। তাই 'সাধারণ টেট' হওয়ার প্রায় সাত বছর হয়ে গেছে, এমতাবস্থায় নতুন মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য সরকারের এখন টেট অনুষ্ঠিত করানোটা একরকম বাধ্যতামূলক।
Assam TET Guide-2019
প্রশ্ন-৫) ঠিকাভিত্তিক শিক্ষকরা শুনলাম হাইকোর্টে কেইস করবে, এতে কি টেট পরীক্ষায় বাধা আসবে?
Assam TET Guide-2019
উত্তর : দেখুন, যদি কেইস হয় তবে কি হবে তা বলা এখন মুশকিল। কিন্তু যে গ্রাউন্ডে কেইস হওয়ার কথা শুনা যাচ্ছে এর কোন যৌক্তিক অবস্থান নেই, তাই কেইস হলেও টেট অনুষ্ঠিত হতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।
Assam TET Guide-2019
প্রশ্ন-৬) আসাম টেটে বসতে হলে কি কি যোগ্যতা থাকা বাধ্যতামূলক?
Assam TET Guide-2019
উত্তর :  LP-TET এর জন্য প্রথমত আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে, দ্বিতীয়ত আপনার দুবছরের D.El.Ed. কোর্স থাকতে হবে। আর ME-TET এর জন্য আপনার গ্রাজুয়েশনে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে আর D.El.Ed বা B.Ed. থাকতে হবে। উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশনে ওবিসি ও এসসি প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বর ছাড় আছে।
Assam TET Guide-2019
প্রশ্ন-৭) আমার উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নেই তবে গ্রাজুয়েশন আছে আমি কি নিম্ন প্রাথমিকে টেট দেওয়ার জন্য যোগ্য হব?
Assam TET Guide-2019
উত্তরঃ ২০১২ বা ২০১৪ তে এমন প্রার্থীরা নিম্ন প্রাথমিকের জন্য যোগ্য ছিলেন, মানে গ্রাজুয়েশন থাকলে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বার না থাকলেও চলত। কিন্তু মধ্যে দু একটি নিয়োগের এডবার্টাইজে এই নিয়মকে মানা হয়নি। তাই বিষয়টি এখনো অস্পষ্ট, যখন টেটের বিজ্ঞাপন বের হবে একমাত্র তখন ব্যাপারটা সম্পূর্ণ স্পষ্ট হবে।
Assam TET Guide-2019
প্রশ্ন-৮) আমার D.El.Ed নেই, তবে আমি কি টেট দিতে পারব?
Assam TET Guide-2019
উত্তর : আপনি টেট দেওয়ার জন্য যোগ্য নন, ২০১৫ ইংরাজির মার্চ মাসের আগে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নিয়ে পাশ করা যে কেউ টেটে বসতে পেরেছে কিন্তু এখন টেটে বসতে হলে D.El.Ed বাধ্যতামূলক।
Assam TET Guide-2019
প্রশ্ন-৯) এখন D.El.Ed এ ভর্তির কোন সুযোগ আছে কি বা এখন ভর্তি হয়ে টেট দেওয়া সম্ভব হবে কি? বা আমি কি সখে টেট দিতে পারব?
Assam TET Guide-2019
উঃ এখন D.El.Ed এ ভর্তির একটি সুযোগ আগামী এক সপ্তাহের ভেতর SCERT এর মাধ্যমে আসতে পারে, তবে এখন ভর্তি হয়ে টেটে বসতে পারবেন কি পারবেন না তা নির্ভর করবে আসাম টেটের বিজ্ঞাপনের উপর। CTET এ যেভাবে D.El.Ed Appeared  হলেও টেটে বসা যায় ঠিক যদি সেভাবে Assam TET এ  D.El.Ed Appeared দের পরীক্ষায় বসার সুযোগ দেয় তবে তা ভাগ্যের ব্যাপার। যদি আপনি টেটের জন্য একান্ত মনোযোগী হন তবে ভাল হবে D.El.Ed এ ভর্তি হয়ে যাওয়া। কারণ বিজ্ঞাপনে সুযোগ এসে গেলে পরে আফসোস করতে হবে না আর সুযোগ না আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকলেন। আর সখের বেলায়, যেহেতু অনলাইনে এপ্লাই, অবশ্য আপনার এপ্লাই এর সময় তেমন কোন বাধ্যবাধকতা নেই, আপনি তেমন যোগ্য না হলেও এপ্লাই করতে পারেন এতে সরকার পক্ষ একটা ফিজ পাবে। তাই সখে পরীক্ষা দিতে পারবেন।
Assam TET Guide-2019
প্রশ্ন-১০) এই টেটের সিলেবাস কি হবে?
Assam TET Guide-2019
উত্তর : সাধারণত রাজ্য স্তরের টেটের সিলেবাস কেন্দ্রীয় টেটের সিলেবাস থেকে আংশিক সহজ থাকে। CDP, English, Bengali, Maths & EVS এই পাঁচটি বিষয় থাকবে। প্র‍তি বিষয়ে ৩০ মার্ক করে মোট ১৫০ মার্ক থাকবে। নতুব করে সিলেবাস তৈরি হলেও এতে আংশিক পরিবর্তন থাকতে পারে আর কোন পরিবর্তন না থাকতেও পারে।
Assam TET Guide-2019
প্রশ্ন-১১) এই টেটে কি কোন নিগেটিভ মার্কিং আছে? বা কত মার্ক পেলে উত্তীর্ণ হওয়া যায়?
Assam TET Guide-2019
উত্তরঃ না টেটে কোন নিগেটিভ মার্কিং নেই। আর ৬০ শতাংশ মার্ক মানে ১৫০ এ ৯০ পেলে আপনি উত্তীর্ণ হিসাবে বিবেচিত।
Assam TET Guide-2019
প্রশ্ন-১২) আমি যেকোন মতে টেটে পাশ করতে চাই? আমার করণীয় কি?
Assam TET Guide-2019
উত্তরঃ প্রথম কথা হল আপনার আত্মবিশ্বাস, আপনি নিশ্চিত পাশ করবেন, এই দৃঢ় বিশ্বাস আপনার মধ্যে জাগাতে হবে আর অধ্যাবসায়ের সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি ১০০ শতাংশ নিশ্চিত সফল হবেন।
Assam TET Guide-2019
প্রশ্ন-১৩) টেট পাশ করার জন্য কি কোচিং সেন্টারে কোচিং করতে হবে?
Assam TET Guide-2019
উত্তরঃ প্রথম কথা হচ্ছে আপনি স্রোতের তালে তালে যদি টেট দেন, মানে সবাই দিচ্ছে তাই আমিও দিচ্ছি। এমন মনোভাব থাকলে কোন কোচিং এর মাধ্যমেও আপনি সফল হতে পারবেন না। আর অবশ্যই ভাল কোচিং সেন্টারের সংস্পর্শে থাকলে আপনি আপ টু ডেট থাকতে পারবেন, আর বিশেষ করে কোচিং সেন্টারের মাধ্যমে আপনার মধ্যে একটি প্রেসার থাকবে, আপনার মধ্যে পড়ার এক নিয়মানুবর্তিতা জাগ্রত হবে। এতে আপনার সফলতার নিশ্চয়তা একটু বেশি থাকবে।
Assam TET Guide-2019
প্রশ্ন-১৪) কোচিং ছাড়া টেট পাশ করা কি সম্ভব নয়?
Assam TET Guide-2019
উত্তর ঃ ১০০ শতাংশ সম্ভব, আপনি যদি নিজের দায়িত্ব নিজে বুঝে থাকেন আর আপনার বুদ্ধিমত্তার তীব্রতা যদি একটু বেশি থাকে, অঙ্ক বা ইংরাজিতে যদি আপনার একটু হাত ভাল থাকে এবং বিশেষ করে আপনি যদি B.Ed বা ভাল করে D.El.Ed কোর্স পড়ে থাকেন তবে অবশ্যই একাগ্রচিত্তে প্রচেষ্টা করে গেলে আপনি বিনা কোচিং এ সফল হবেন। তবে নিজের উপর এই দৃঢ়বিশ্বাস না থাকলে কোন ঝুঁকি না নিয়ে উন্নত মানের কোন এক কোচিং সেন্টারের সংস্পর্শে থাকা উচিত।
Assam TET Guide-2019
প্রশ্ন-১৫) চতুর্দিকে কোচিং সেন্টার গজিয়ে উঠছে বা উঠবে, উন্নত কোচিং সেন্টারের মান কিভাবে যাচাই করব?
Assam TET Guide-2019
উত্তর : গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক টেট প্রত্যাশী প্রার্থী কোচিং করতে চান তবে কোথায় ভর্তি হবেন কনফিউজড হয়ে যান।  কোচিং সেন্টার যাচাইয়ের ক্ষেত্রে তিনটি বিষয় খেয়াল রাখা দরকার; প্রথমত, শুধুমাত্র বিজ্ঞাপনে বড় বড় ডিগ্রীধারী ব্যক্তিবিশেষের নাম দেখে কোন কোচিং সেন্টারের সংস্পর্শে যাওয়া উচিত নয়, কারণ অনেক ক্ষেত্রে এই ডিগ্রীধারীদের শুধু নাম মানুষকে বোকা বানানোর জন্য ব্যবহার করা হয় বা কখনো এমন ডিগ্রিধারী শিক্ষকরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য সম্পূর্ণ আনফিট থাকেন, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর বিষয়বস্তুর উপস্থাপন কলেজ বিশ্ববিদ্যালয়ের লেকটার মেথডের মতো শুধু কনসেপ্ট দিলে হয়না। এতে যথেষ্ঠ টেকনিক ও পরিশ্রমের সঙ্গে উপযুক্ত স্টাডি মেটেরিয়েলস প্রদান করতে হয়। দ্বিতীয়ত, কে বা কারা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত তা খেয়াল রাখবেন, যারা জড়িত তারা কি শিক্ষাবিষয়ক এই ফিল্ডে সক্রিয়, কেন্দ্রীয় টেট বা আসাম টেটের কোচিং ব্যবস্থার সঙ্গে তারা কি জড়িত, যদি সক্রিয় ও জড়িত থাকেন তখন বিবেচনা করবেন। তৃতীয়ত, শুধু একজন প্রশিক্ষক কোচিং করান না আলাদা বিভাগের দু তিনজন প্রশিক্ষক থাকবেন, একজনের পক্ষে যদিও অনেক সময় সব বিষয় পড়ানো সম্ভব হয়, তবে তা অনেক প্রশিক্ষার্থীদের ক্ষেত্রে একগেয়ামী ভাব এসে যায় বা একজন প্রশিক্ষক সব বিষয়ে সমান প্রভাব ফেলতে সক্ষম হন না। এসমস্ত বিষয় বিবেচনা করে উদ্যমী ও এনার্জেটিক প্রশিক্ষকের সন্ধান করে আপনি সিদ্ধান্ত নিলে আশা করা যায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
Assam TET Guide-2019
প্রশ্ন-১৬) ডায়েট ও নর্মাল স্কুলের প্রশিক্ষকের কাছে কোচিং নিলে নাকি সিলেবাসের আলাদা ধারণা পাওয়া যাবে আর অন্য কারো কাছে কোচিং করলে এই ধারণা পাওয়া যাবে না?
Assam TET Guide-2019
উত্তর : চরম হাস্যকর প্রশ্ন, কে ব কারা নিজ স্বার্থ আদায়ের জন্য এমন ভুয়ো কথা রটাচ্ছে। সিলেবাস তৈরি করা হয় টেটে বসার প্রার্থীরা তা পাওয়ার জন্য, তাই টেটের বিজ্ঞাপনের সঙ্গেই এই সিলেবাস বের হয়ে যাবে। আর টেটের প্রশ্ন "আউট সোর্সিং" মানে বাহির হতে তৈরি হবে, তাই অনৈতিক কোন আশা করে নিজের পরিশ্রম কমাবেন না। আগের  উল্লেখিত পয়েন্টের বর্ণনা অনুযায়ী কোচিং সেন্টার পছন্দ করবেন, এতে যদি কোন ডায়েট বা নর্মালের প্রশিক্ষক থাকেন তবে আপত্তি নেই।
Assam TET Guide-2019
আপনার অন্য কোন প্রশ্ন থাকলে কমেন্টে বক্সে জিজ্ঞাস করতে পারেন।