Sunday, 29 March 2020

Corona Virus. Stage 2 এবং Stage 3 কি । লকডাউন মানা কতটুকু প্রয়োজনীয়




আপনারা সবাই অবগত আছেন যে করোনার করাল  গ্রাস পুরো পৃথিবী ছড়িয়ে আছে । আমাদের দেশও এই ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের  ভারতবর্ষ  এই মুহূর্তে stage 2 থেকে stage 3 এর দিকে অগ্রসর হচ্ছে , তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো Stage 2 এবং Stage 3 কি ? লকডাউন মানা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় ।


#তো প্রথমে আমরা জেনে নেই Stage1  কি ?


#Stage 1 এমন কোন ব্যক্তি যে বিদেশ  থেকে এলো এবং আসার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা  করা হলো কিন্তু  তার শরীরের মধ্যে কিছু না পেয়ে তাকে  বলা হলো যে তাকে আলাদা  থাকার জন্য ।



-stage 2 মানে হচ্ছে  বিদেশ থেকে আসা ব্যক্তি  যার  থেকে অর্থাৎ তার সংস্পর্শে আসা  সাধারন ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমন হবে  ৷


#-stage 3 তে সাধারন ব্যক্তিদের মধ্যেই সংক্রমন ছড়াবে, ভাইরাস কার শরীর থেকে এসেছে তার উৎস খুঁজে পাবেননা ৷ ভয়ানক অবস্থা দাঁড়াবে ৷


#stage 4 এরপর যখন সবকিছু নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে সেটা  যেটা কখন থামবে কিভাবে থামবে কেউ জানেনা ৷


Lock Down মানা কতটুকু জরুরী 


যদি lock down মেনে চলেন তাহলে দেখবেন stage 3 যদি শুরুও হয় আশা রাখি যাতে এই পরিস্থিতিটা আমাদের সম্মুখে না আসে দেখতে পাবেন সংখ্যা বেড়ে না গিয়ে জায়গায় থাকবে অথবা  দ্রুত নামবে, তাই  Lock Down আমাদেরকে মেনে চলা অত্যন্ত জরুরী 





No comments:

Post a Comment