Tuesday, 24 March 2020

Corona Virus. নামাজ পড়া নিয়ে নির্দেশ ফ্বেকাহ একাডেমীর ,মসজিদে যেতেও নিষেধ


#Corona Virus
#মসজিদে নামাজ পড়া নিয়ে  অল ইন্ডিয়া ফেকাহ একাডেমীর সম্পাদক  সাইফুল্লাহ রাহমানি এর আবেদন:-




1..মসজিদে  আজান এবং নামাজ জামাতে হোক তবে শুধু ইমাম,মোয়াজ্জিন এবং খাদিম সাহেব সমেত হোক। এবং যে মসজিদে এরকম নেই কয়েকজন সুস্থ মানুষ সমবেত হয়ে পড়া, এবং  মহল্লার মানুষ নিজ নিজ ঘরে নামাজ আদায় করুন

2.মসজিদে নামাজ সংক্ষিপ্ত বাবে শুধু মাত্র ফরজ আদায় করা হোক।

3মসজিদগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ প্রয়াস করা হোক।



4.জুমায়ার সালাত শুধু মাত্র চার পাঁচ জন  মুসল্লিরা আদায় করুন।জুম্মার খুতবা এতটুকু পাঠ করা হোক যতটুকু ফুক্বায়েকেরাম ওয়াজিব বলেছেন।বাকি মুসল্লিরা বাড়িতে জুহরের নামাজ আদায় করা

5 .ইস্তেখফার দোয়া বেশি বেশি করে করা।

6.নামাজ পড়ে কিংবা পূর্বে কোরআন হাদিসের বয়ান ওয়াজ নসিহত দোয়া মহফিল সমস্ত বন্ধ করা হোক।

No comments:

Post a Comment