আপনারা সবাই অবগত আছেন যে করোনার করাল গ্রাস পুরো পৃথিবী ছড়িয়ে আছে । আমাদের দেশও এই ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে stage 2 থেকে stage 3 এর দিকে অগ্রসর হচ্ছে , তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো Stage 2 এবং Stage 3 কি ? লকডাউন মানা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় ।
#তো প্রথমে আমরা জেনে নেই Stage1 কি ?
#Stage 1 এমন কোন ব্যক্তি যে বিদেশ থেকে এলো এবং আসার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো কিন্তু তার শরীরের মধ্যে কিছু না পেয়ে তাকে বলা হলো যে তাকে আলাদা থাকার জন্য ।
-stage 2 মানে হচ্ছে বিদেশ থেকে আসা ব্যক্তি যার থেকে অর্থাৎ তার সংস্পর্শে আসা সাধারন ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমন হবে ৷
#-stage 3 তে সাধারন ব্যক্তিদের মধ্যেই সংক্রমন ছড়াবে, ভাইরাস কার শরীর থেকে এসেছে তার উৎস খুঁজে পাবেননা ৷ ভয়ানক অবস্থা দাঁড়াবে ৷
#stage 4 এরপর যখন সবকিছু নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে সেটা যেটা কখন থামবে কিভাবে থামবে কেউ জানেনা ৷
Lock Down মানা কতটুকু জরুরী







