Sunday, 29 March 2020

Corona Virus. Stage 2 এবং Stage 3 কি । লকডাউন মানা কতটুকু প্রয়োজনীয়




আপনারা সবাই অবগত আছেন যে করোনার করাল  গ্রাস পুরো পৃথিবী ছড়িয়ে আছে । আমাদের দেশও এই ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের  ভারতবর্ষ  এই মুহূর্তে stage 2 থেকে stage 3 এর দিকে অগ্রসর হচ্ছে , তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো Stage 2 এবং Stage 3 কি ? লকডাউন মানা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় ।


#তো প্রথমে আমরা জেনে নেই Stage1  কি ?


#Stage 1 এমন কোন ব্যক্তি যে বিদেশ  থেকে এলো এবং আসার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা  করা হলো কিন্তু  তার শরীরের মধ্যে কিছু না পেয়ে তাকে  বলা হলো যে তাকে আলাদা  থাকার জন্য ।



-stage 2 মানে হচ্ছে  বিদেশ থেকে আসা ব্যক্তি  যার  থেকে অর্থাৎ তার সংস্পর্শে আসা  সাধারন ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমন হবে  ৷


#-stage 3 তে সাধারন ব্যক্তিদের মধ্যেই সংক্রমন ছড়াবে, ভাইরাস কার শরীর থেকে এসেছে তার উৎস খুঁজে পাবেননা ৷ ভয়ানক অবস্থা দাঁড়াবে ৷


#stage 4 এরপর যখন সবকিছু নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে সেটা  যেটা কখন থামবে কিভাবে থামবে কেউ জানেনা ৷


Lock Down মানা কতটুকু জরুরী 


যদি lock down মেনে চলেন তাহলে দেখবেন stage 3 যদি শুরুও হয় আশা রাখি যাতে এই পরিস্থিতিটা আমাদের সম্মুখে না আসে দেখতে পাবেন সংখ্যা বেড়ে না গিয়ে জায়গায় থাকবে অথবা  দ্রুত নামবে, তাই  Lock Down আমাদেরকে মেনে চলা অত্যন্ত জরুরী 





Tuesday, 24 March 2020

Today's 26th March.आज की बड़ी खबर,Pm modi ,Bank Account News


कोरोना के कहर के बीच महाराष्ट्र की मुख्यमंत्री  उद्धव ठाकरे की अपील नहीं करें AC का इस्तेमाल, घर में आने दें फ्रेश हवा






Lockdown के बीच बिहार सीएम नीतीश कुमार का बड़ा ऐलान, सभी राशनकार्डधारियों के अकाउंट में जमा होंगे 1-1 हजार रूपये।जल्द ही मिलेगा सभी को फायदा 


*कोरोना: पीएम मोदी खुद फॉलो कर रहे सोशल डिस्टेंसिं का फॉर्मूला,कैबिनेट मीटिंग में बैठे थे एक दुसरे से कुछ फासला दुर*।

                 


कोरोना के कहर के बीच मोदी सरकार का बड़ा ऐलान- देश के 80 करोड़ लोगों को 2 रुपये प्रति किलो गेहूं।











जम्मू-कश्मीर में कोरोना वायरस के छह पुष्ट लोगों में से एक रोगी ठीक हुआ*

Corona Virus. নামাজ পড়া নিয়ে নির্দেশ ফ্বেকাহ একাডেমীর ,মসজিদে যেতেও নিষেধ


#Corona Virus
#মসজিদে নামাজ পড়া নিয়ে  অল ইন্ডিয়া ফেকাহ একাডেমীর সম্পাদক  সাইফুল্লাহ রাহমানি এর আবেদন:-




1..মসজিদে  আজান এবং নামাজ জামাতে হোক তবে শুধু ইমাম,মোয়াজ্জিন এবং খাদিম সাহেব সমেত হোক। এবং যে মসজিদে এরকম নেই কয়েকজন সুস্থ মানুষ সমবেত হয়ে পড়া, এবং  মহল্লার মানুষ নিজ নিজ ঘরে নামাজ আদায় করুন

2.মসজিদে নামাজ সংক্ষিপ্ত বাবে শুধু মাত্র ফরজ আদায় করা হোক।

3মসজিদগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ প্রয়াস করা হোক।



4.জুমায়ার সালাত শুধু মাত্র চার পাঁচ জন  মুসল্লিরা আদায় করুন।জুম্মার খুতবা এতটুকু পাঠ করা হোক যতটুকু ফুক্বায়েকেরাম ওয়াজিব বলেছেন।বাকি মুসল্লিরা বাড়িতে জুহরের নামাজ আদায় করা

5 .ইস্তেখফার দোয়া বেশি বেশি করে করা।

6.নামাজ পড়ে কিংবা পূর্বে কোরআন হাদিসের বয়ান ওয়াজ নসিহত দোয়া মহফিল সমস্ত বন্ধ করা হোক।

Monday, 23 March 2020

লকডাউন কি ? লকডাউন কেন হয় , কোন পরিস্থিতিতে লকডাউন হয় ,কোথায় কোথায় লকডাউন



লকডাউন ব্যবস্থা  কি ?




 - লকডাউন  বা তালাবদ্ব একটি জরুরি ব্যবস্থা। এই অবস্থায় শুধু জরুরিমূলক কাজই  করতে পারবেন  যদি কোনও এলাকায় তালাবন্ধ থাকে তবে ওই অঞ্চলের লোকজনকে বাড়িঘর ছাড়তে দেওয়া হবে না।  জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি আনতেই  কেবল বাইরে আসতে দেওয়া হয়।  যদি কারও ওষুধ বা খাদ্যশস্যের প্রয়োজন হয় তবে কেউ বাইরে যেতে বা হাসপাতাল এবং ব্যাঙ্কের কাজের অনুমতি নিতে পারেন।  ছোট বাচ্চাদের এবং বয়স্কদের যত্ন নেওয়াও কাজ থেকে বেরিয়ে আসার অনুমতি রয়েছে।

  কেন লকডাউন হয় ?

 - লকডাউন মানব এবং যে কোনও অঞ্চলকে যে কোনও ধরণের বিপদ থেকে রক্ষা করার জন্য করা হয়।  করোনার সংক্রমণের বিষয়ে অনেক দেশে যেমন হয়েছে।  একে অপরের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ না হওয়ার জন্য, লোকেরা তাদের ঘর থেকে বের হওয়া গুরুত্বপূর্ণ।  প্রস্থান হওয়ার পরে সংক্রমণের ঝুঁকি বাড়বে।  সুতরাং, কিছু দেশে লকডাউনের মতো পরিস্থিতি দেখা দিয়েছে।

 # কোন দেশ বর্তমানে লকডাউন অবস্থায় আছে?

 - চীন, ডেনমার্ক, এল সালভাডর, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, নিউজিল্যান্ড, পোল্যান্ড এবং স্পেনে লকডাউনের মতো পরিস্থিতি।  যেহেতু চীনে করোনভাইরাস সংক্রমণের ঘটনাটি প্রথম প্রকাশিত হয়েছিল, সেখানে প্রথম লকডাউন হয়েছিল।  বিষয়টি ইতালিতে গুরুতর হয়ে ওঠার পরে সেখানে প্রধানমন্ত্রী পুরো দেশটিকে তালাবদ্ধ করেছিলেন।  এরপরে স্পেন এবং ফ্রান্স করোনার সংক্রমণ রোধে একই পদক্ষেপ নিয়েছিল।

  কখন-  কখন  ঘটে লকডাউন

 - মার্কিন যুক্তরাষ্ট্রে 9/11 সন্ত্রাসী হামলার পরে সেখানে তিন দিনের লকডাউন হয়েছিল। 

2005 সালের ডিসেম্বরে, নিউ সাউথ ওয়েলস পুলিশ বাহিনী দাঙ্গা থামাতে লকডাউন করেছিল।

 * ১৯ এপ্রিল, ২০১৩, সন্ত্রাসীদের সন্ধানে বোস্টন শহরটি তালাবদ্ধ ছিল।

 * ২০১৫ সালের নভেম্বরে প্যারিসের হামলার পরে সন্দেহভাজনদের ধরতে পুরো শহরটি ২০১৫ সালে ব্রাসেলসে তালাবদ্ধ ছিল।